Accident:ট্রেনের ধাক্কায় মহিষের মৃত্যু ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ আগরতলা থেকে জিরিবাম যাওয়ার পথে যাত্রীবাহী একটি ট্রেনের ধাক্কায় একটি বিরাট আকারের মহিষ জখম হয়৷ ঘটনাটি ঘটে ধর্মনগর রেল স্টেশনের বেশ কিছুটা সামনে৷ ঘটনার বিবরণে জানা যায় বুধবার সকাল ছয় ঘটিকার সময় আগরতলা রেল স্টেশন থেকে ১২০৯৭ নম্বরের একটি ট্রেন জিরিবাম যাওয়ার পথে ধর্মনগর রেল স্টেশনের কিছুটা সামনে রেল গাড়ি যাওয়ার সাথে সাথে এখানকার স্থানীয় জসিম মিয়া নামে এক ব্যক্তির একটি বিরাট আকারের মহিষ হঠাৎ করে ট্রেনের সামনে এসে ধাক্কা লাগে৷ সাথে সাথে মহিষটি ট্রেনের নিচে চলে যায়৷ কারণ মাথায় আঘাত লাগে৷ রক্তাক্ত অবস্থায় জখম হয় এই বৈসটি৷ তখন ট্রেন চালক ঘটনাস্থলেই ট্রেনটি থামায়৷ এলাকার  লোকজনসহ ট্রেনে থাকা যাত্রীরা ট্রেন থেকে নেমে এই দৃশ্য দেখার জন্য ভিড় জমায়৷ এ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯ ঘটিকার সময়৷ ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ সহ অন্যান্য কর্মীরা৷ দীর্ঘ সময় ধরে এই রেলে কাটা পড়া বৈসটি উদ্ধার করে৷ তবে জানা যায় রেলে কাটা পড়ে মৃত্যু পশুটির   আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা৷ তবে অনেকের প্রশ্ণ এই রেলে কাটা পড়ে মৃত্যু পশুটির ক্ষতিপূরণ কি সরকার দেবে না এইভাবে পার পাইয়ে দেবে৷ জানাতে এই মহিষটির সাথে আরও দুটি পশু ছিল৷ ওই দুটি পশু ধাক্কা লেগে পাশে পড়ে যায়৷ তবে মৃত পশুটি নেওয়ার জন্য মালিক কেন আসেনি তা স্পষ্ট জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *