হিমাচল প্রদেশকে দিল্লির সঙ্গে যুক্ত করবে চতুর্থ ‘বন্দে ভারত’ এক্সপ্রেস

নয়াদিল্লি , ১২ অক্টোবর (হি.স.) : দেশের চতুর্থ ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার থেকে দিল্লি এবং হিমাচল প্রদেশের মধ্যে যুক্ত করতে চলেছে।পঞ্জাবের কিরাতপুর সাহেব এবং আনন্দপুর সাহেবের মতো শিখ মন্দির এবং মাতা জ্বালা দেবী ও মাতা চিন্তপূর্ণির মতো মন্দিরগুলির সঙ্গেও সংযোগ স্থাপন করবে।

আগামীকাল হিমাচল প্রদেশের উনা থেকে চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর এই ট্রেনে নয়াদিল্লি আসবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।
গত ৩০ সেপ্টেম্বর গান্ধীনগর এবং মুম্বইয়ের মধ্যে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। মোদী গান্ধীনগর ক্যাপিটাল স্টেশন থেকে আহমেদাবাদের মধ্যে এই ট্রেনে চড়েছিলেন।

বন্দে ভারত এক্সপ্রেসের তৃতীয় এবং চতুর্থ রেকগুলি চেন্নাইতে অবস্থিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (আইসিএফ) তৈরি করা হয়েছে। প্রথম সংস্করণ থেকে আপগ্রেড করা ট্রেন প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটারের বেশি গতিতে চলতে পারে। উনা পঞ্জাব সীমান্তবর্তী একটি শিল্প শহর। হরিয়ানা, পঞ্জাব এবং হিমাচল প্রদেশের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ও এই ট্রেন চালানোর ফলে উপকৃত হবে।