হাইলাকান্দিতে বাজেয়াপ্ত হস্ত নিৰ্মিত বন্দুক, গ্ৰেফতার এক

হাইলাকান্দি (অসম), ১১ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি সদর পুলিশের অভিযানে হাতে তৈরি একটি বন্দুক উদ্ধার হয়েছে। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুত রাখার দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ হাইলাকান্দি সদর থানার ওসি এমপি দাওলাগাপু জানান, গোপন এক তথ্যের ভিত্তিতে গতকাল রাত প্রায় ১.০০টার পর সিআরপিএফের এক দল নিয়ে বজ্রপুর গ্রামে যৌথ অভিযান চালিয়েছিলেন তাঁরা। ওই অভিযানে জনৈক হিফজু্র রহমান চৌধুরীর বাড়িতে তালাশি চালিয়ে হস্ত নির্মিত একটি বন্দুক তাঁরা বাজেয়াপ্ত করেছেন।

ওসি জানান, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে হিফজু্র রহমান চৌধুরীরকে আটক করে হাইলাকান্দি সদর থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় হিফজু্র রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি এমপি দাওলাগাপু। এ সম্পর্কে আরও তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।