কুমারঘাটে রেল লাইনে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ ফের রেললাইনের পাশ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ৷ মৃত্যুর কারণে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা৷ ঘটনা মঙ্গলবার সাত সকালে কুমারঘাট রেলস্টেশন সংলগ্ণ দারচৈ এলাকায়৷ মৃত মহিলার পরিচয় জানা যায়নি৷
ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনকার মতো সকালে রুটিন চেকিংয়ে বেরিয়েছিলেন রেল কর্মীরা৷ তখনই তারা উক্ত এলাকায় এক মাঝ বয়সী মহিলার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর রেল পুলিশকে৷ উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে৷ তবে কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে সে সম্পর্কে স্পষ্ট কোন কিছুই বোঝা যায়নি৷ খবর চাউর হতেই ওই এলাকায় ভীড় জমায় আশ পাশ এলাকার সাধাবণ নাগরিকেরা৷ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *