কাংড়া (হিমাচল প্রদেশ), ৯ অক্টোবর (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) হিমাচল প্রদেশের চিত্র এবং ভাগ্য পরিবর্তন করতে রাজ্যে এসেছে বলে দাবি করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। রবিবার পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মেলনে তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিরা এখানে বসে আছেন… আমরা এখানে আমাদের আসনে বসতে আসিনি, আমরা হিমাচল প্রদেশের চিত্র এবং ভাগ্য পরিবর্তন করতে এসেছি। তিনি আরও বলেন, ‘চেয়ার’ (ক্ষমতা) অপরিহার্য কিন্তু তাদের লক্ষ্য নয়, উন্নয়নের জন্য প্রয়োজন।
এর আগে, নড্ডা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে অসম সফরে গিয়েছিলেন এবং বিজেপির বৃহত্তম দলের সদর দফতর– গুয়াহাটিতে অটল বিহারী বাজপেয়ী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, বিজেপিই ভারতের একমাত্র আদর্শ-ভিত্তিক জাতীয় দল। কংগ্রেসের কোনো বিশেষ আদর্শ নেই।

