হাজারীবাগ, ৯ অক্টোবর (হি.স.): রবিবার ঝাড়খণ্ডের বারকাগাঁও ব্লকের ছাওয়ানিয়া গ্রামে ঈদে মিলাদুন্নবীর মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু এবং সাতজন আহত হয়েছেন। আহতদের রাঁচিতে রেফার করা হয়েছে। নিহত ৩৫ বছর বয়সী ছাউনিয়া গ্রামের বাসিন্দা। নিয়ামতকে বলা হয়েছে।
ঝাড়খণ্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিছিল-ই-মোহাম্মদীতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। ডিজে লাগান গাড়িতে থাকা লোকজন ১১ হাজার ভোল্টের একটি হাই-টেনশন তারের সংস্পর্শে এলে এক ব্যক্তি তড়িদাহত হয়ে পুড়ে যান।বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতদের হাজারীবাগে রেফার করা হয়েছে, সেখান থেকে সবাইকে উন্নত চিকিৎসার জন্য রিমস রাঁচিতে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দুর্ঘটনার পর গ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে। এতে গ্রামবাসী খুবই ক্ষুব্ধ।
2022-10-09