ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর।। আশঙ্কা ছিল আগেই। ‘হোয়াইট ওয়াশ’ হয়ে রাজ্যে ফিরবেন অম্বেষা-রা। কার্যত তাই হলো। পুদুচেরীতে কার্যত ত্রিপুরার সম্মান তলানীতে ঠেকিয়ে রাজ্যে ফিরছেন রিফু-রা। ব্যাট, বল এবং ফিল্ডিং-তিন বিভাগেই দুর্বল ছিলো এবারের দল। যার খেসারত দিতে হয়েছে মরশুমে। রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা রাজ্যের ক্রিকেটের উন্নয়ন নিয়ে বড় বড় কথা বললেও ফলাফলই চূড়ান্ত, ত্রিপুরার ক্রিকেট কতধাপ পিছিয়ে গেছে। নূণ্যতম লড়াই করার মানসিকতা দেখা যায় না দলীয় ক্রিকেটারদের মধ্যে। শনিবার নিজেদের শেষ ম্যাচে রাজস্থানের কাছে ত্রিপুরা পরাজিত হয় ৭ উইকেট। টানা ৫ ম্যাচে পরাজিত হয়ে গ্রুপের শেষ স্থানে ত্রিপুরার নাম লিখে, রাজ্যে ফিরছেন রূপালী-রা। সি এ পি স্টেডিয়ামের ২ নম্বর মাঠে এদিন টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরুতেই ২২ গজে মুখ থুবড়ে পড়ে যায় ত্রিপুরার ব্যাটার্সরা। একসময় ২৫ রানে ৬ উইকেট হারিয়ে দল যখন খাদের ইকনারায় তখনই ব্যাট হাতে কিছুটা রান তোলার চেষ্টা করেন দলনায়িকা অম্বেষা দাস। কিন্তু দলনায়িকাকে যোগ্য সঙ্গ দেওয়ার কেউ ছিলেন না। অম্বেষার কাঁধে ভর দিয়েই ত্রিপুরা কোনও ক্রমে ৫৪ রান করে। অম্বেষা ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করেন। অতিরিক্ত খাতে ৭ রান পাওয়া দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। রাজস্থানের পক্ষে অর্চনা যোগী (৩/৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে রাজস্থান ২৬ বল খেলে ৩ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে পার্বতী ১৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ এবং কানোয়ার ১১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। ত্রিপুরার জুয়েল ভোয়াল এবং রিফু দেববর্মা ১ টি করে উইকেট পেয়েছেন।
2022-10-08