নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): বিমান বাহিনী দিবসে শুভেচ্ছা জানালেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। শনিবার তিনি টুইটারে লেখেন, “বিমান বাহিনী দিবসে আমাদের বিমান বাহিনীর কর্মীদের এবং তাদের পরিবারকে উষ্ণ শুভেচ্ছা। ভারতীয় বিমান বাহিনী সততা ও অত্যন্ত নিষ্ঠার সাথে দেশের সেবা করছে, এমনকি প্রাকৃতিক দুর্যোগের সময়ও আমাদের সহায়তা করছে। এই বিশিষ্ট সেবা এবং আমাদের আকাশ রক্ষা করার জন্য আমরা তাদের শ্রদ্ধা জানাই।”
আনুষ্ঠানিকভাবে, ভারতীয় বিমান বাহিনী ১৯৩২-এর ৮ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল৷ এই বছর ভারতীয় বিমান বাহিনী দিবসের ৯০ বর্ষপূর্তি৷ দিনটি সারা দেশে বিভিন্ন সামরিক বিমানক্ষেত্রে অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়৷