ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর।। প্রস্তুতি চূড়ান্ত। ঋদ্ধিমানের নেতৃত্বে ত্রিপুরা দল প্রথম খেলতে মাঠে নামছে ১১ অক্টোবর, মঙ্গলবার। জয়পুরে গোয়া ম্যাচ দিয়ে রাজ্য সিনিয়র ক্রিকেট দলের সৈয়দ মোস্তাক আলী ট্রফি টি-টোয়েন্টি ক্রিকেট অভিযান শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে রাজ্য দলের খেলোয়াররা নিজেদের মধ্যে জয়পুরে কয়েকটি প্রস্তুতি ম্যাচ শেষে চূড়ান্ত ১৫ সদস্যক রাজ্য দল ঘোষণা করা হয়েছে। পাঁচ জনকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে। অবশিষ্ট খেলোয়াররা যথারীতি রাজ্যে ফিরে এসেছেন। ১৫ সদস্য বিশিষ্ট রাজ্য দল হলো: ঋদ্ধিমান সাহা (অধিনায়ক), রজত দে (সহ অধিনায়ক), বিক্রম কুমার দাস, সুদীপ চ্যাটার্জী, দীপক ক্ষৈত্রী, শুভম ঘোষ, শ্রীধাম পাল, মনিশঙ্কর মুরাসিং, রানা দত্ত, অজয় সরকার, চিরঞ্জিত পাল, শংকর পাল, পারভেজ সুলতান, বিশাল ঘোষ, অর্কপ্রভ সিনহা। স্ট্যান্ড বাই: বিক্রম দেবনাথ, শারুক হোসেন, নিরুপম সেন চৌধুরী, অভিজিৎ সরকার ও সন্দীপ সরকার। উল্লেখ্য, জয়পুরে রাজ্য দলের দ্বিতীয় ম্যাচ ১২ অক্টোবর উত্তরপ্রদেশের বিরুদ্ধে। এরপর অবশ্য একদিন অন্তর অন্তর ১৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত লাগাতর পাঁচটি ম্যাচ যথাক্রমে পাঞ্জাব, হায়দ্রাবাদ, পন্ডিচেরি, মনিপুর এবং দিল্লির বিরুদ্ধে।
2022-10-08