দেহরাদুন, ৮ অক্টোবর (হি.স.) : শনিবার উত্তরাখণ্ড বিধানসভায় স্পিকার রিতু খান্দুদি ভূষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মরিশাসের প্রাক্তন বিদেশমন্ত্রী নন্দ কুমার বোধা। এ উপলক্ষে দু’জনের মধ্যে নিজ নিজ দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
নন্দকুমার বোধা সাতদিনের ভারত সফরে রয়েছেন। তিনি মরিশাস প্রজাতন্ত্রের বিদেশ, পর্যটন, কৃষি সহ বিভিন্ন দফতরের মন্ত্রী ছিলেন। উত্তরাখণ্ডে থাকাকালীন তিনি উত্তরাখণ্ড বিধানসভার স্পিকারের সঙ্গে দেখা করেন এবং ভারত ও মরিশাসের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেন। এ উপলক্ষে বিধানসভার স্পিকার নন্দকুমার বোধা এবং মরিশাস প্রজাতন্ত্রের অতিথিকে শাল পরিয়ে স্বাগত জানান।
এই সময় বিধানসভার স্পিকার মরিশাসের সাংসদকে উত্তরাখণ্ড রাজ্য সম্পর্কে বিশদ তথ্যও দেন।
নন্দ কুমার বোধা তাঁর স্ত্রী সত্যভামা বোধাকে নিয়ে একান্ত সফরে এসেছেন। তিনি বলেন, এই ছোট্ট দেশের জনসংখ্যার প্রায় ৫২ শতাংশ হিন্দু। যাদের পূর্বপুরুষরা ১৬০ বছর আগে ব্রিটিশদের নির্দেশে কাজ ও ভালো জীবনের সন্ধানে মরিশাস গিয়েছিলেন। কিন্তু সেখানে তাদের সঙ্গে বন্দি করে শ্রমিকের মতো আচরণ করা হয়েছিল। বোধা উত্তরাখণ্ডের সাথে জৈব চাষ, ঔষধি গাছের ক্ষেত্রে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন।