ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর।। দূর্গা পূজোর জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পুনরায় শুরু হচ্ছে প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতা। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে। পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার কালাঢেপা প্লে সেন্টার খেলবে ফাইন দুকফান এফ সি দলের বিরুদ্ধে। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে ওইদিন বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে নতুন করে সূচী প্রকাশ করা হয় শনিবার। নতুন সূচী অনুযায়ি আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ২৩ এবং ২৫ অক্টোবর। ফাইনাল ২৭ অক্টোবর। এদিকে আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সাজিয়ে তোলা হচ্ছে মাঠকে বলে জানা গেছে। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।
2022-10-08