ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর।। জয় পেলো কলমকাই দল। লড়াই করে হারলো পিত্রা। কিল্লায় অনুষ্ঠিত ৯-এ- সাইড প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। ডিমাকোচি স্টেডিয়ামে শনিবার ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকেন। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুপরু থেকেই। এদিন সকালে বৃষ্টি হওয়ায মাঠ কিছুটা পিচ্ছিল হয়ে পড়ে। ফলে কিছুটা অসুবিধের সম্মুখিন হয় দুদলের ফুটবলাররা। ম্যাচে কলম কাই দল ২-১ গোলে পরাজিত করে পিত্রাকে। বিজয়ী দলের পক্ষে দুটি গোলই করেন কুচুং জমাতিয়া। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন অনিল জমাতিয়া। খেলা পরিচালনা করেন কৃষ্ণ উদয় জমাতিয়া।
2022-10-08