টুমকুর, ৮ অক্টোবর (হি.স.): ঘৃণা ও হিংসা ছড়ানো দেশবিরোধী কার্যকলাপ, যাঁরা ঘৃণা ও হিংসা ছড়ায় সেই সমস্ত মানুষজনের বিরুদ্ধেই লড়াই কংগ্রেসের। শনিবার কর্ণাটকের টুমকুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
এদিন সাংবাদিক সম্মেলন রাহুল বলেছেন, “আমার দৃষ্টিভঙ্গি হল, কে ঘৃণা ছড়াচ্ছে তা বিবেচ্য নয়, তারা কোন সম্প্রদায় থেকে এসেছে তাও বিবেচ্য নয়, ঘৃণা ও হিংসা ছড়ানো দেশবিরোধী কার্যকলাপ এবং আমরা এই ধরনের মানুষজনের বিরুদ্ধে লড়াই করব।” পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া প্রসঙ্গে এই মন্তব্য করেছেন রাহুল গান্ধী।
জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে রাহুল গান্ধী বলেছেন, ”আমরা নতুন শিক্ষানীতির বিরোধিতা করছি কারণ এটি আমাদের দেশের নীতি ও নৈতিকতার ওপর আঘাত, এটি আমাদের ইতিহাসকে বিকৃত করে। এটি কিছু মানুষের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করে। আমরা একটি বিকেন্দ্রীকৃত শিক্ষা ব্যবস্থা চাই যা আমাদের সংস্কৃতিকে প্রতিফলিত করে।” রাহুল আরও বলেছেন, “আমি এই সত্যের বিরোধিতা করি যে বিজেপি সরকার ভারতের প্রতিটি ব্যবসায় ২-৩ জনকে একচেটিয়া করে তুলেছে, আমি এই পুঁজির কেন্দ্রীকরণের বিরুদ্ধে, আমি ব্যবসা বা সহযোগিতার বিরুদ্ধে নই।”