নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশ-সহ তিন রাজ্যে বিধানসভা উপ-নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। উত্তর প্রদেশ ছাড়া বাকি রাজ্য হল হরিয়ানা ও তেলেঙ্গানা। এই তিনটি রাজ্যে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩ নভেম্বর।
বিহার ও উত্তর প্রদেশ-সহ দেশের ৬টি রাজ্যের ৭টি বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩ নভেম্বর। ফল ঘোষণা হবে ৬ নভেম্বর। হরিয়ানার ৪৭-আদমপুর, তেলেঙ্গানার ৯৩-মুনুগোড়ে, উত্তর প্রদেশের ১৩৯-গোলা গোরক্ষনাথ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩ নভেম্বর। আদমপুর আসনে বিজেপি প্রার্থী হয়েছেন ভব্য বিষ্ণোই, মুনুগোড়ে আসনের বিজেপি প্রার্থী হলেন কোমাতি রেড্ডি রাজগোপাল রেড্ডি এবং গোলা গোরক্ষনাথ আসনের বিজেপি প্রার্থী হলের অমন গিরি।