রায়পুর, ৮ অক্টোবর (হি.স.): প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেই প্রতিশ্রুতি পূরণও করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ছত্তিশগড় বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার টপারদের হেলিকপ্টার চড়ালেন তিনি। শনিবার হেলিকপ্টারে ওড়ার পর শীর্ষস্থানাধিকারীরা জানিয়েছেন, ভীষণ ভাল লাগছে, এই প্রথম আমরা হেলিকপ্টার চড়লাম। আমাদের অভিভাবকরাও ভীষণ খুশি।
ছত্তিশগড়ের মন্ত্রী প্রেমসাই সিং টেকাম জানিয়েছেন, “ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, দশম ও দ্বাদশ শ্রেণীতে শীর্ষস্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের জন্য হেলিকপ্টার যাত্রার ব্যবস্থা করা হবে। সেই প্রতিশ্রুতি পূরণ হল।”