Table Tennis :রাজ্য সিনিয়র টেবিল টেনিস আসর ১৫ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর।। দু’দিনব্যাপী রাজ্য সিনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু ১৫ অক্টোবর থেকে। এন এস আর সি সি-‌র টেবিল টেনিস হল-এ হবে আসর। পুরুষ ও মহিলাদের সিঙ্গেলস, ডাবলস এবং মিক্সড ডাবলস বিভাগে প্রতিযোগিতা হবে। আসরে অংশ নিতে ইচ্ছুক বিভিন্ন জেলার খেলোয়াড়দের ১২ অক্টোবরের মধ্যে নাম নথীভুক্ত করতে হবে। ব্যাক্তিগত, ডাবলস্ এবং মিক্স ডাবলস্ প্রতিটি ইভেন্টেই এন্ট্রি ফি ২০০ টাকা ধার্য করা হয়েছে। নাম জমা দিতে হবে সুজিত বনিক (‌৯৪৩৬৪৫৩৪৭০) বা আশিষ চৌধুরি (‌৯৪৩৬৪৮৪৫৬২) বা জয়ন্ত মজুমদারের (‌৭০০৫৪২৭৪০২) কাছে। অংশ নিতে ইচ্ছুক খেলোয়াড়দের ১৫ অক্টোবর সকাল ১০ টায় এন এস আর সি সি-‌তে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।‌‌ ‌