সিলেট, ৭ অক্টোবর (হি.স.) : ক্রীড়াক্ষেত্রে ফের ভারত-পাকিস্তান মুখোমুখি। এবার মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে তাদের দেখা যেতে চলেছে। শুক্রবার এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। এই ম্যাচ ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এই ম্যাচে হরমনপ্রীত কৌরের ভারত ফেভারিট হিসাবেই মাঠে নামতে চলেছে। গ্রুপের তিনটি ম্যাচ ইতিমধ্যেই জিতেছে ভারতীয় দল। উলটো দিকে, পাকিস্তান খুব একটা ভাল জায়গায় নেই। ইতিমধ্যেই তারা হেরেছে দুর্বল থাইল্যান্ডের কাছে। তার উপর সম্প্রতি যে দু’টি ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল পাকিস্তানের, সেই দুটি ম্যাচেই সহজেই জিতেছিলেন হরমনপ্রীতরা। ফলে তাঁরাই যে এই ম্যাচচে ফেভারিট, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
এই মুহূর্তে এশিয়াতে ভারতের সমকক্ষ কোন দল নেই। ভারত যেখানে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো বিশ্বের সেরা হওয়ার চেষ্টায় আছে, সেখানে পাক মহিলা ক্রিকেট অনেকটাই পিছনে। তবে এগিয়ে থেকে মাঠে নামলেও ভারত কোনওভাবেই পাকিস্তানকে হালকা ভাবে নিচ্ছে না। এই ম্যাচে তারা পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামতে চলেছে। পাক-যুদ্ধের আগে ভারতীয় দল ছন্দে থাকলেও টিমের একমাত্র চিন্তা ওপেনার শেফালি বর্মার ফর্ম। মালয়েশিয়ার বিরুদ্ধে কিছুক্ষণ মাঠে কাটালেও সেরা ফর্মের ধারেকাছেও তিনি নেই।