ত্রিপুরা : ফটিকরায়ে প্ৰায় ৫০ লক্ষ টাকার শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই

ফটিকরায় (ত্রিপুরা), ৬ অক্টোবর (হি.স.) : ফটিকরায়ের রাধানগর থানা এলাকায় আসাম রাইফেল এবং পুলিশের অভিযানে প্ৰায় ৫০ লক্ষ টাকা মূল্যের ২৯৪ কিলোগ্রাম শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। এর সঙ্গে আটক করা হয়েছে দুই গাঁজা কারবারিকে। ধৃতদের পেঁচারথল থানাধীন পূর্বজয়পাড়া দক্ষিণধনিছড়ার ধর্মজয় রিয়াং (৩৪) এবং মুলাবাজার এলাকার নবকুমার চাকমা (৩৮) বলে শনাক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পেঁচারথল থানার ওসি সুমন আচার্য জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাধানগরে অবস্থিত ২৯ নম্বর আসাম রাইফেলস-এর জওয়ান এবং পুলিশের যৌথ দল মাছমারা ধনিছড়া এলাকার একটি বাড়িতে তালাশি অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে ১৪টি প্যাকেটে মোট ২০৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে।

ওসি জানান, বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা হবে। ধৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করেছে পেঁচারথল পুলিশ। এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন ২৯ আসাম রাইফেলস-এর ডিউটি অফিসার, কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা, টিএসআর জওয়ান এবং তিনি নিজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *