মুলায়মের শারীরিক অবস্থা এখনও সঙ্কটেই, রয়েছেন জীবন রক্ষাকারী ওষুধের ওপর

গুরুগ্রাম, ৬ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির পৃষ্ঠপোষক মুলায়ম সিং যাদব এখনও সঙ্কটজনক অবস্থাতেই রয়েছেন। জীবনদায়ী ওষুধের ওপরই রয়েছেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার দিকে সর্বদা নজর রাখছেন। আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন মুলায়ম সিং যাদব।বৃহস্পতিবার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও আইসিইউ-তে রয়েছেন মুলায়ম সিং যাদব। জীবনদায়ী ওষুধের ওপর রয়েছেন তিনি। আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছে।

মুলায়মকে দেখতে বুধবারই হাসপাতালে যান বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার তেজস্বী বলেছেন, মুলায়মজির শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হয়েছে। অখিলেশ যাদবজির সঙ্গে দেখা করেছি, শুভকামনা জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *