চামোলি, ৫ অক্টোবর (হি.স.): সশস্ত্র বাহিনীর হাতে আমাদের ভারত সম্পূর্ণ সুরক্ষিত, তাঁরাই দেশের গর্ব। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বুধবার সকালে উত্তরাখণ্ডের চামোলি জেলার আউলি মিলিটারি স্টেশনে “শস্ত্র পুজো” করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পান্ডেও।
আউলি মিলিটারি স্টেশনে সেনা জওয়ানদের সঙ্গেও কথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন বলেছেন, আমাদের দেশ সশস্ত্র বাহিনীর হাতে সম্পূর্ণ নিরাপদ, এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। আমাদের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনীর জওয়ানরা আমাদের দেশের গর্ব৷ ভারতই একমাত্র দেশ যেখানে অস্ত্রের ”পূজা” করা হয়।