গুরুদাসপুর, ৪ অক্টোবর (হি.স.) : পঞ্জাবের গুরুদাসপুরে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ল একটি পাকিস্তানি ড্রোন। সোমবার রাতে গুরুদাসপুরে আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডের ১০ কিলোমিটার অভ্যন্তরে দেখতে পাওয়া যায় একটি পাকিস্তানি ড্রোন। পাক ড্রোন দেখতে পাওয়া মাত্রই তল্লাশি অভিযান শুরু হয়। কিন্তু, ওই ড্রোনটিকে খুঁজে পাওয়া যায়নি।
গুরুদাসপুরে বিএসএফ ডিআইজি প্রভাকর জোশি বলেছেন, পুলিশের সাহায্যে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। আমরা স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছি, ড্রোনটির গতিবিধি সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে।