নয়াদিল্লি, ৩ অক্টোবর (হি.স.) : সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংয়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মেদান্ত হাসপাতালের আইসিইউতে তার ডায়ালাইসিসও করা হয়। তার নাতনি অদিতি যাদব সুস্বাস্থ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করার জন্য জনগণকে অনুরোধ করেছে।
রবিবার রাত ১০টায় শুরু হওয়া মেদান্তায় ডায়ালাইসিস চলে সোমবার সকাল পর্যন্ত। ডাঃ ইয়াতিন মেহতার নেতৃত্বে চিকিত্সা করা হচ্ছে। তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের পরিচালক। এখন পর্যন্ত ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ নীতিন সুদের দল মুলায়মের চিকিৎসা করছিলেন। তবে মেদান্ত যাদবের স্বাস্থ্য সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য দেননি।
সমাজবাদী পার্টি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, তাঁর অবস্থা সঙ্কটজনক। সেই সঙ্গে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের বাইরে জমায়েত না হওয়ার জন্য সপা কর্মীদের কাছে আবেদনও করা হয়েছে।