North Dinajpur:চোপড়ায় স্কুলে চুরি, চাঞ্চল্য এলাকায়

চোপড়া, ২ অক্টোবর (হি. স.) : উত্তর দিনাজপুরের চোপড়া থানার কাঁচাকালী জুনিয়ার গার্লস হাইস্কুলে বড়সড়ো চুরির ঘটনা ঘটল। রবিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা স্কুলের ৮টি জানলার পাল্লা, ৬টি দরজা খুলে নিয়ে যাওয়ার পাশাপাশি অফিসঘর থেকে একটি আলমারিও নিয়ে যায়। পালানোর সময় তারা বেশ কিছু নথিপত্র লোপাট ও লন্ডভন্ড করে বলে অভিযোগ।এদিকে স্কুল চত্বরে সন্ধ্যা হলেই বহিরাগতদের আড্ডা বসে। বেশি রাত পর্যন্ত মদ ও জুয়ার আসর চলে বলে স্থানীয়দের অভিযোগ। এদিন সকালে স্থানীয়দের একাংশ স্কুল মাঠে প্রাতঃভ্রমণে গেলে দেখতে পান মাঠে ফাইলপত্র গড়াগড়ি খাচ্ছে। স্থানীয় বাসিন্দা তথা ওই স্কুলের অতিথি শিক্ষক মতিবুল রহমান বলেন, ‘বিষয়টি পুলিশের নজরে আনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।‘