কলকাতা ও নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): চলতি মাসেও গৃহস্থের রান্নার গ্যাসের দামে সাধারণ মানুষকে স্বস্তি দিল না কেন্দ্রীয় সরকার। ফলে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম কলকাতায় ১ হাজার ৭৯ টাকাই থাকছে। তবে, উৎসবের মরশুমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩৬ টাকা ৫০ পয়সা। ১৯ কেজি সিলিন্ডারের দাম শনিবার থেকে কলকাতায় কমে হয়েছে ১ হাজার ৯৫৯ টাকা।
এদিকে, রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১,৮৮৫ টাকা থেকে কমিয়ে ১,৮৫৯.৫০ টাকা করা হয়েছে। চলতি বছরের জুন মাস থেকে এই নিয়ে ষষ্ঠবার কমানো হয়েছে বাণিজ্যিক এলপিজির দাম। সব মিলিয়ে ১৯ কেজি সিলিন্ডারের দাম ৪৯৪.৫০ টাকা কমেছে।

