শ্রীনগর, ১ অক্টোবর (হি.স.): গণতান্ত্রিক আজাদ পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ। শনিবার নিজের নবগঠিত গণতান্ত্রিক আজাদ পার্টির (ডিএপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গুলাম নবী আজাদ। জম্মু এবং শ্রীনগর উভয় স্থানে অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা সদস্যদের অধিবেশনে এই বিষয়ে একটি প্রস্তাব পাস হয়েছে।
গত ২৬ আগস্ট কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন আজাদ, এরপর আজাদকে সমর্থন করে জম্মু-কাশ্মীরের অনেক নেতাও কংগ্রেস ছাড়েন। কিছুদিন আগেই গণতান্ত্রিক আজাদ পার্টি গঠন করেন গুলাম নবী আজাদ। আর শনিবার সর্বসম্মতিক্রমে নিজের দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে আজাদকে সমর্থন করে যাঁরা কংগ্রেস ছেড়েছিলেন, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারা চাঁদ, প্রাক্তন মন্ত্রী পীরজাদা মোহাম্মদ সাঈদ, তাজ মহিউদ্দিন, জি এম সারোরি, আর এস চিব, যুগল কিশোর, মজিদ ওয়ানি এবং মনোহর লাল শর্মা। আজাদ জম্মুতে ফেরার আগে ২৭ সেপ্টেম্বর থেকে কাশ্মীরে চারদিন কাটিয়েছেন।