শিমলা, ১ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় যাত্রীবাহী গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আপেলবোঝাই একটি ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতরে থাকা ৩ জন যাত্রীর। দুর্ঘটনায় ট্রাকের চালক সামান্য আহত হয়েছে, তাকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে আপেলবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির ওপর উল্টে যায়। শিমলার ছাড়াব্রা এলাকায় থিয়োগ-শিমলা সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকের নীচে চাপা পড়ে গাড়ির ভিতরে থাকা ৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালককে। দুর্ঘটনায় শোকব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।