মুর্শিদাবাদ, ১ অক্টোবর (হি.স.) : মুর্শিদাবাদ জেলার বারোবাথান সংলগ্ন এলাকায় লালবাগ বিএনএল রোডে একটি ট্রাক্টর ধাক্কা দেয় একটি টোটো। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে টোটোতে থাকা অন্যরা এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনায় স্থানীয় লোকজন নবগ্রাম থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম বিল্টু । সে সাগরদিঘী থানা এলাকার বাসিন্দা। শনিবার বিল্টু তার ভাগ্নেকে নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছিল। তখনই তারা দুর্ঘটনায় পড়েন। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।