হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকে পড়ুয়াকে গুলি, আতঙ্ক দিল্লিতে

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ-পশ্চিম দিল্লির জামিয়ানগর অঞ্চলের এক বেসরকারি হাসপাতালে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়াকে লক্ষ্য করে গুলি চালাল আরেক পড়ুয়া। আহত পড়ুয়ার নাম নমন চৌধুরী। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ তাদের কাছে ফোন আসে জামিয়া মিলিয়া ইসলামিয়া চত্বরে পড়ুয়াদের দু’টি দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের পাঠাগারের ভিতরে ওই লড়াই হয় বলে জানা গিয়েছে। সেই সময়ই আহত হন উত্তরপ্রদেশের মীরাট থেকে পড়তে আসা নমন। দ্রুত তাঁকে হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সম্প্রতি পিএফআই নিষিদ্ধ হওয়ার পর থেকেই এনআইএ দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ের ধরপাকড় শুরু করে। এই পরিস্থিতিতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়া ও শিক্ষকদের উদ্দেশে নোটিস জারি করে। সেখানে বলা হয় বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও রকমের জমায়েত আপাতত নিষিদ্ধ। জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই পরিস্থিতিতে এবার ছাত্র সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত হল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন।