নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): দেশদ্রোহের মামলায় জামিন পেলেন শাহিন বাগ প্রতিবাদের অন্যতম প্রধান উদ্যোক্তা তথা জেএনইউ-র প্রাক্তন ছাত্র শারজিল ইমাম। ২০১৯ সালের জামিয়া দাঙ্গা মামলায় দিল্লির একটি আদালত শুক্রবার শারজিলকে জামিন দিয়েছে। তবে, আপাতত তাকে জেলেই থাকতে হবে। ২০২০ সালের জানুয়ারি থেকে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন শারজিল, তিনি কারাগারে থাকবেন কারণ তিনি এখনও দিল্লি দাঙ্গার ষড়যন্ত্র মামলায় জামিন পাননি।
অতিরিক্ত দায়রা বিচারক অনুজ আগরওয়াল শুক্রবার শারজিলকে স্বস্তি দিয়েছেন। নিউ ফ্রেন্ডস কলোনি মামলায় জামিয়া দাঙ্গায় প্ররোচনা দেওয়ার জন্য ইমামকে গ্রেফতার করা হয়েছিল, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর দেওয়া দেশদ্রোহ বক্তৃতার কারণে তাকে গ্রেফতার করা হয়। তদন্ত চলাকালীন পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১২৪-এ (রাষ্ট্রদ্রোহ) এবং ১৫-এ ধারায় মামলা রুজু করেছিল।