নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : গুজরাটে দলের ভারপ্রাপ্ত হিসাবে নিযুক্ত হয়েছেন রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা। তিনি গুজরাতে প্রচারে যেতে শুরু করেছেন। এখন শুনছেন রাঘব চাড্ডাকেও নাকি গ্রেফতার করা হতে পারে। শুক্রবার এমনই আশঙ্কা প্রকাশ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা সম্প্রতি গুজরাটের ভারপ্রাপ্ত নিযুক্ত হয়েছেন। এরপর গুজরাটে দলকে দেওয়া দায়িত্ব পালন শুরু করেছেন রাঘব চাড্ডা। গত সপ্তাহে যখন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর গুজরাট সফরে ছিলেন তখন রাঘব চাড্ডাও তাঁর সঙ্গে ছিলেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যখন আহমেদাবাদে সাফাই কর্মীদের সাথে আলাপচারিতার সময় হর্ষ সোলাঙ্কি নামে এক সাফাই কর্মীকে দিল্লিতে খাবার খেতে আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন দায়িত্বও দেওয়া হয়েছিল রাঘব চাড্ডাকে।
রাঘব চাড্ডা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি পর্যন্ত দিল্লি বিমানবন্দরে সাফাই কর্মী হর্ষ সোলাঙ্কির সাথে ছিলেন।
ইডি দিল্লির মদ কেলেঙ্কারিতে সমীর মহেন্দ্রুকে গ্রেফাতর করেছে। মঙ্গলবার সন্ধ্যায় সিবিআই মদ কেলেঙ্কারিতে আম আদমি পার্টির মিডিয়া ম্যানেজার বিজয় নায়ারকে গ্রেফাতর করেছে।