জয়পুর, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থান হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন পঙ্কজ মিত্তাল। এম এম শ্রীবাস্তব বর্তমানে রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জম্মু ও কাশ্মীর হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি পঙ্কজ মিত্তালকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলির সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম।
বিচারপতি পঙ্কজ মিত্তাল মূলত এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি। তিনি অ্যাডভোকেট কোটা থেকে ৭ জুলাই ২০০৬ এ এলাহাবাদ হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন। দুই বছর পর ২০০৮ সালের ২ জুলাই তাকে স্থায়ী করা হয়। সিনিয়রিটি অনুসারে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ২০২০ সালের ডিসেম্বরে কলেজিয়াম তার নাম সুপারিশ করেছিল। তিনি ৪ জানুয়ারী ২০২১-এ জম্মু ও কাশ্মীর হাইকোর্টে প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন।
বিচারপতি পঙ্কজ মিত্তাল ১৭ জুন ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক করার পর তিনি ১৯৮৫ সালে চরণ সিং বিশ্ববিদ্যালয়ের মিরাট কলেজ থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। ওই বছরেই তিনি উত্তর প্রদেশ বার কাউন্সিলে একজন আইনজীবী হিসাবে নিবন্ধিত হন। এলাহাবাদ হাইকোর্টে বিচারক হিসাবে নিযুক্ত হওয়ার আগে তিনি উত্তরপ্রদেশ আবাস বিকাশ পরিষদ এবং আম্বেদকর বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের স্থায়ী সরকারী কাউন্সিল ছিলেন।