বডি বিল্ডার ডঃ বিশাল সিনহাকে সংবর্ধনা এনএসইউআইয়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও স্বর্ণপদক বিজয়ী ত্রিপুরার গর্ব বডি বিল্ডার ডঃ বিশাল সিনহা৷ দেশের বুকে তিনি বডি বিল্ডিং এর জন্য যথেষ্ট সুনাম করিয়েছেন৷ শুক্রবার এন এস ইউ আই-এর তরফে  তাকে সংবর্ধনা প্রদান করা হয়৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি সুশান্ত চক্রবর্তী,  এন এস ইউ আই রাজ্য সভাপতি ছাত্র নেতা সম্রাট রায় এবং অন্যান্য নেতারা৷ এন এস ইউ আই রাজ্য সভাপতি ছাত্র নেতা সম্রাট রায় বলেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ডাঃ বিশাল সিনহা সুনাম অর্জন করেছেন৷ পাশাপাশি ত্রিপুরার নাম ও তিনি দেশের সামনে তুলে ধরেছেন৷ তাই তাকে এদিন সংবর্ধিত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *