কানপুর, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : রাওয়াতপুর থানা এলাকায় অবস্থিত সাই গার্লস হোস্টেলে ছাত্রীদের অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে শুক্রবার হোস্টেলের অপারেটর ও ওয়ার্ডেনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হওয়ার পর হোস্টেল অপারেটর ও ওয়ার্ডেন পালিয়ে যায়। এসময় এক কর্মচারীকে আটক করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
কল্যাণপুরের এসিপি দীনেশ কুমার শুক্লা শুক্রবার বলেন, হোস্টেল অপারেটর মনোজ পান্ডে, ওয়ার্ডেন সীমা পাল এবং কর্মচারী ঋষির বিরুদ্ধে একটি রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে। পুলিশের যুগ্ম কমিশনার আনন্দ প্রকাশ তিওয়ারি বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রীবাসে অশ্লীল ভিডিও তৈরির ঘটনা সামনে এলে আতঙ্কিত ছাত্রীরা। ছাত্রীদের অভিযোগ, হোস্টেল অপারেটর ও ওয়ার্ডেন ভবিষ্যৎ নষ্ট করার হুমকি দিয়েছেন। এ নিয়ে মেয়ে শিক্ষার্থীরা হোস্টেল খালি করছে এবং প্রায় ৮০ শতাংশ ছাত্রী নিজ বাড়িতে বা আত্মীয়-স্বজনের বাড়িতে চলে গেছে। যেসব মেয়ের বাড়ি অনেক দূরে তারা এখনও হোস্টেলে থাকলেও তারাও হোস্টেল ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন।