মালদা, ৩০ সেপ্টেম্বর (হি. স.): ‘উনিও জেলে যাবেন। যেমন ওনার দলের দাদারা গেছেন’| শুক্রবার পঞ্চমীর সকালে মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সিকে এভাবেই হুঁশিয়ারি দিলেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
সম্প্রতি বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে আব্দুর রহিম বক্সি বলেছিলেন, ‘বুথে বুথে তৃণমূল কংগ্রেস তৈরি। তোমরা বুথে ঢুকে দেখাও।’ পঞ্চায়েত নির্বাচন বিরোধীশূন্য করারও হঙ্কার দেন তিনি। গাজোলের পর রতুয়ার শ্রীপুরের সভা থেকে এই মর্মে মন্তব্য করেন শাসকদলের নেতা।এদিকে এর আগে এই তৃণমূল বিধায়কের মুখে শোনা গিয়েছিল বাঁশ-দাওয়াই। বিরোধীদের হাত খসানোর, পা কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, ‘জেনে রাখুন বিজেপির বন্ধু, জেনে রাখুন সিপিএমের বন্ধু, জেনে রাখেন কংগ্রেসের বন্ধুরা, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্য়োপাধ্যায়, সে…চুপ করে বসে আছে। হাতে বালা পরে নয়। বাঁশ দেখালে হাত খসিয়ে দেওয়া হবে। বাঁশ দেখালে পা কেটে নেওয়া হবে।’ তাঁর এই মন্তব্য নিয়ে সুর চড়িয়েছিলেন বিরোধীরা। আর এবার কড়া প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ।শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনে নেমে দিলীপ ঘোষ বলেন,’উনিও জেলে যাবেন। যেমন ওনার দলের দাদারা গেছেন’|