Piyush Goyal:সহযোগী সরকারের আস্থার সঙ্গে ব্যবসার বিকাশের অনুমতি দেওয়া উচিত : পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ২০১৫ সালে ৮১ তম স্থানে ছিল ভারত, নতুন মাইলফলক অর্জন করে গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ৪০ তম স্থানে উঠে এসেছে দেশ। এমনটাই জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল। শুক্রবার নতুন দিল্লিতে পিএইচডি চেম্বার অফ কমার্সের ১১৭ তম বার্ষিক সভায় ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।

এই সভায় তিনি বলেন, সরকার ব্যবসা করার সহজতা এবং ব্যবসায়ীদের হয়রান করে এমন আইনের ধারাগুলিকে অপরাধমুক্ত করার ওপর উল্লেখযোগ্যভাবে মনোযোগ দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, একটি সহযোগী সরকারের আস্থার সঙ্গে ব্যবসাগুলিকে বিকাশের অনুমতি দেওয়া উচিত।