ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর।। রওয়ানা হলো রাজ্যের সেরা ত্রিপুরা স্পোর্টস স্কুলের দল। বিপ্লব দেববর্মার নেতৃত্বে। দেশের রাজধানী দিল্লির উদ্দেশ্যে। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ বালকদের সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা। ৩ অক্টোবর থেকে শুরু হবে আসর। তাতে অংশ নিতে বৃহস্পতিবার বিকেলের ট্রেণে রওয়ানা হয়েছে রাজ্যের সেরা ওই স্কুলের ফুটবলাররা। এদিন রাজ্য ছাড়ার আগে গোটা দলকে যথেষ্ট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে। ভালো ফলাফল করে ফিরে আসা নিয়ে আশাবাদী কোচ সহ ফুটবলাররা। কোছ শুভেনজিৎ সিনহার গলায় আত্মবিশ্বাসের সুর। এবারের দলে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার রয়েছে। ওই সব ফুটবলাররা যে কোনও সময় ম্যাচের চাকা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বলে মনে করেন কোচ। ফুটবলারদের উৎসাহ বাড়াতে এদিন রেল স্টেশনে উপস্থিত ছিলেন দিব্যেন্দু দত্ত। তিনি ফুটবলারদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যের সম্মান রক্ষা করে ভালো খেলে আসার পরামর্শ দেন তিনি। রাজ্য ছাড়ার আগে ত্রিপুরা স্পোর্টস স্কুলের কোচ শুভেনজিৎ সিনহা বলেন,”আমার দল যথেষ্ট ব্যালান্সড। আশাকরি হতশ করবে না। দেশের রাজধানীতে পৌঁছে ছেলেরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে সাফল্য পেয়েই রাজ্যে ফিরবো”। দলের ম্যানেজার রাজেশ রায় চৌধুরিও সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী। ত্রিপুরা স্পোর্টস স্কুল: বিরু দেববর্মা, হর্তনজয় রিয়াং (সহ অধিনায়ক), মনি কলই, রাজীব সিং, পহর দেববর্মা, বিমল রিয়াং, বিপ্লব দেববর্মা (অধিনায়ক), জন জমাতিয়া, মাজারুল হুসেন, নবকিশোর সিনহা, থাংসরাং রিয়াং, বিট্টু জমাতিয়া, ভজন বীল, শান্তু দেববর্মা এবং জেমস ডার্লং। কোচ: শুভেনজিৎ সিনহা, ম্যানেজার: রাজেশ রায় চৌধুরি।
2022-09-29