নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-কে ৫ বছরের নিষিদ্ধ ঘোষণা করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের পরই ভারতে পিএফআই-এর টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার পিএফআই-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট সার্চ করলেই তাতে দেখা যায়, ভারতে বন্ধ রাখা হয়েছে এই অ্যাকাউন্ট।
উল্লেখ্য, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর উপর পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পিএফআই-এর শরিক দলগুলির উপরেও। এই নিষেধাজ্ঞাকে ‘অগণতান্ত্রিক’ ও ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছে পিএফআই-এর সহযোগী সংগঠন ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া। এই সংগঠন বৃহস্পতিবার জানিয়েছে, ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া অবিলম্বে ভারতে সংগঠনের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেবে… সমস্ত অভিযোগ আদালতে চ্যালেঞ্জ করা হবে।

