নগাঁও (অসম), ২৯ সেপ্টেম্বর (হি.স.) : অসম থেকে কেরালায় ড্ৰাগস পাচার ভেস্তে দিল নগাঁও পুলিশ। হেরোইন সহ আটক কুখ্যাত দুই মাদক-মাফিয়া। ধৃতদের রৌশন আলি, তাফাজুল ইসলাম, শরিফুল ইসলাম এবং বাহারুল ইসলাম বলে শনাক্ত করেছে পুলিশ।
মূলত গতকাল বুধবার নগাঁও শহর সংলগ্ন ডিমুগুড়িতে পুলিশ সাদা পোশাকে রৌশন আলির বাসগৃহে হানা দিয়ে হেরোইন ভরতি ৯৬টি কন্টেইনার সহ তিনটি হেরোইন ভরতি সাবান কেস উদ্ধার করেছিল। বহু লক্ষ টাকার হেরোইনের সঙ্গে আটক করা হয়ে রৌশন আলিকে। সাদা পোশাকে পুলিশ হেরোইন কিনতে গিয়ে হাতেনাতে রৌশনকে আটক করে।
এদিকে রৌশন আলির স্বীকারোক্তির ভিত্তিতে নগাঁও পুলিশ বুধবার রাতে কেরালাগামী একটি নাইটসুপারে অভিযান চালিয়ে প্ৰায় ৫০ হাজার টাকার হেরোইন সহ তাফাজুল ইসলাম, শরিফুল ইসলাম এবং বাহারুল ইসলাম নামের তিন ড্ৰাগস পাচাকারীকে আটক করেছে। ধৃত চারজনকে নগাঁও সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

