পটনা, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : বেআইনি বালি তোলা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিতে প্রাণ গেল ৪ জনের। আহত হয়েছেন ৯ জন। ঘটনাটি ঘটেছে বিহারের পটনার বিহতা থানা এলাকার আমনাবাদ ঘাটে। বৃহস্পতিবার ভোররাতে বালি তোলা নিয়ে ঝামেলা শুরু হয় দুই গোষ্ঠীর। বিহার পুলিশ জানিয়েছে, সংঘর্ষ চলাকালীন কয়েক রাউন্ড গুলি চলে। তাতেই প্রাণ হারান ৪ জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত চার ব্যক্তির নাম শত্রুঘ্ন, হরেন্দ্র, লালদেব এবং বিমলেশ কুমার সিং ওরফে গোরেলাল। প্রথম তিন জন পটনার মানের থানা এলাকার বাসিন্দা। গোরেলাল ভোজপুর জেলার চান্ডি থানা এলাকার বাসিন্দা।
বিহতা থানার ভারপ্রাপ্ত অফিসার শিবেন্দ্র কুমার সিং বলেন, “এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এখনও পর্যন্ত সোন নদীতে মৃতদেহের খোঁজ চলছে।”