হাইকোর্টে এনসিপি নেতা অনিল দেশমুখের জামিনের শুনানি শেষ, রায় সংরক্ষিত

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : বুধবার বোম্বে হাইকোর্টে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা অনিল দেশমুখের জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। হাইকোর্ট এই মামলার রায় সংরক্ষণ করেছেন।

জানা গিয়েছে, প্রাথমিকভাবে একজন বিচারক অনিল দেশমুখের জামিন আবেদনের শুনানি করেন। এই শুনানিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) যুক্তিতর্ক মুলতুবি ছিল। এরপর বিষয়টি দ্বিতীয় বেঞ্চে স্থানান্তর করা হলেও কিছু ব্যক্তিগত কারণে দ্বিতীয় বেঞ্চ শুনানি করতে অস্বীকার করে। তাই দেশমুখ এ বিষয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন। এর পরে, সুপ্রিম কোর্ট এই সমস্ত বিষয় বিবেচনা করে এই সপ্তাহে বিষয়টি শুনানি করে দ্রুত রায় দেওয়ার নির্দেশ দেয়। এরই ফলশ্রুতিতে বুধবার হাইকোর্টে অনিল দেশমুখের জামিনের শুনানি শেষ হলেও বিচারক এ বিষয়ে সিদ্ধান্ত সংরক্ষণ করেছেন।

প্রসঙ্গত, অনিল দেশমুখ মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিং এবং পুলিশ ইন্সপেক্টর শচীন ওয়াজের কাছ থেকে প্রতি মাসে একশো কোটি টাকা তোলা আদায়ের নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো (সিবিআই) এবং ইডি এই মামলার তদন্ত করেছে। গত বছরের নভেম্বরে এই মামলায় গ্রেফতার হন অনিল দেশমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *