পিএফআই-এর উপর নিষেধাজ্ঞা নিয়ে মমতার প্রতিক্রিয়া চান তথাগত

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি.স.): পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর উপর নিষেধাজ্ঞা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া চাইলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বুধবার তথাগতবাবু টুইটারে লেখেন, ”পিএফআই-এর উপর নিষেধাজ্ঞা খুবই স্বাগত, কিন্তু বেশ কয়েক বছর দেরিতে এসেছে। ২০১০ সালে করা উচিত ছিল যখন পিএফআই কর্মীরা কেরালার মুভাট্টুপুঝার অধ্যাপক টি জে জোসেফের কব্জি কেটেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি এই নিষেধাজ্ঞা নিয়ে কিছু বলবেন না?”

প্রসঙ্গত, রাজনৈতিক দল পিএফআই-এর উপর পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পিএফআই-এর শরিক দলগুলির উপরেও। একটি বিজ্ঞপ্তি জারি করে পিএফআই এবং এর অনুমোদন পাওয়া দলগুলিকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর আওতায় নিষিদ্ধ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র। দেশ জুড়ে এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দলের ২৪০ জনেরও বেশি নেতা- কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।