শহিদ-ই-আজম ভগৎ সিংকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : মহান বিপ্লবী শহিদ-ই-আজম সর্দার ভগৎ সিংকে স্মরণ করে তাঁর ১১৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বুধবার সকালে মহান বিপ্লবী সর্দার ভগৎ সিংকে স্মরণ করে তাঁর সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করে শ্রদ্ধা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী এদিন টুইট করে লিখেছেন, আমি শহীদ ভগৎ সিংকে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম জানাই। তাঁর সাহস আমাদের অনেক অনুপ্রাণিত করে। আমরা আমাদের জাতির জন্য তাঁর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ভগৎ সিংকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। শাহ বলেন, আমি অমর শহীদ ভগৎ সিং-এর পায়ে প্রণাম জানাই, যিনি ভারতের স্বাধীনতা এবং একটি সোনালি আগামীর জন্য হাসতে হাসতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর জীবন, দেশপ্রেম, সাহস ও জাতির প্রতি উৎসর্গের দৃষ্টান্ত, যুগ যুগ ধরে দেশবাসীকে ‘জাতীয় স্বার্থের সর্বোপরি’ জন্য অনুপ্রাণিত করবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও শহীদ ভগৎ সিংকে স্মরণ করেন। তিনি প্রধানমন্ত্রী মোদীর রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর কথাও উল্লেখ করেন। সীতারামন বলেন, মন কি বাতের ৯৩ তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা হিসাবে চণ্ডীগড় বিমানবন্দরের নাম এখন শহিদ ভগত সিংয়ের নামে রাখা হবে। চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আনন্দিত।