ডিমা হাসাওয়ে ৭০.৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বীর শম্ভুধন ফংলো ইনস্টিটিউট এবং স্কিল ডেভেলপমেন্ট সেন্টার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

হাফলং (অসম), ২৮ সেপ্টেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার দিয়ুংব্রা আরদা গ্রামে ৭০ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত বীর শম্ভুধন ফংলো ইনস্টিটিউট এবং স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ গুয়াহাটি থেকে দিয়ুংব্রাতে উপস্থিত হয়ে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী নন্দিতা গারলোসা, সাংসদ হরেনসিং বে, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গারলোসা, পার্বত্য পরিষদের অধ্যক্ষ রাণু লাংথাসা, কারবি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য তুলিরাম রংহাং, ডিমা হাসাওয়ের জেলাশাসক নাজরিন আহমেদের উপস্থিতিতে বীর শম্ভুধন ফংলো ইনস্টিটিউট ও স্কিল ডেভেলপমেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

এ উপলক্ষ্যে আয়োজিত সভায় ড. শর্মা বলেন, আজ এই স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ও বীর শম্ভুধন ফংলো ইনিস্টিটিউটটি স্বাধীনতা সংগ্রামী বীর শম্ভুধন ফংলোর নামে উৎসর্গিত করা হলো। মুখ্যমন্ত্রী কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে ডিএইচডি এবং ডিএইচডি (জে) জঙ্গি সংগঠনের সঙ্গে যে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছিল, তার অধীনে ডনার মন্ত্রালয় দিয়ুংব্রা আরদা গ্রামে বীর শম্ভুধন ইনস্টিটিউট ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার নির্মাণের জন্য ৩৪ কোটি এবং ৩৬ কোটি ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। মোট ৭০ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে এই বীর শম্ভুধন ফংলো ইনস্টিটিউট ও স্কিল ডেভেলমেন্ট সেন্টারের নির্মাণ করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এই স্কিল ডেভেলপমেন্ট সেন্টার নির্মাণ হওয়ায় ডিমা হাসাও জেলার যুবক-যুবতীরা উপকৃত হবেন। বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য সহায়ক হবে এই স্কিল সেন্টার। বিশেষ করে যুবক-যুবতীরা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

এদিন দিয়ুংব্রাতে স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী চলে যান উমরাংসো। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা উমরাংসোর গোবিন্দনগরে নবনির্মিত গণেশ মন্দির উদ্বোধন করার পাশাপাশি উমরাংসো সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের হস্টেল উদ্বোধন করেছেন। এছাড়া তিনি উমরাংসোর লানচিউরি গ্রামে যমুনা দেবী সরস্বতী বিদ্যামন্দিরেরও উদ্বোধন করেন। গুচ্ছ কার্যসূচি সেরে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ অপরাহ্নের দিকে পুনরায় গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।