হাওড়া ডিভিশনে পুজোর ক’দিন ৮টি স্পেশাল লোকাল ট্রেন

হাওড়া, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : পুজোর সময় যাত্রীদের ভিড় সামলাতে আটটি সাবার্বান স্পেশাল অতিরিক্ত ট্রেন চালাবে পূর্ব রেলের হাওড়া ডিভিশন। সপ্তমী থেকে দশমীর রাতে এই ট্রেনগুলি চালানো হবে যাত্রীদের সুবিধের জন্য। ব্যান্ডেল, তারকেশ্বর ও বর্ধমান (ভায়া মেন ও কর্ড)-এর জন্য বিশেষ ট্রেনগুলি সব স্টেশনেই দাঁড়াবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

২ থেকে ৯ অক্টোবর এবং ২৪ অক্টোবর দুপুর ৩টে পর্যন্ত সমস্ত ট্রেন রবিবারের সময়সূচি অনুযায়ী চলবে। তিনটের পর থেকে সাধারণ সূচি অনুযায়ী পরিষেবা দেবে রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *