Sunil Gavaskar :ক্রীড়া সাংবাদিক ফেডারেশন থেকে সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রী সংবর্ধিত

তিরুবনন্তপুরম থেকে সুপ্রভাত দেবনাথ।। ২৭ সেপ্টেম্বর।। লিটল মাস্টার সুনীল গাভাস্কার এবং কিংবদন্তি ক্রিকেটার রবি শাস্ত্রীকে সংবর্ধনা জানানো হয়েছে। স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দুজন কিংবদন্তি ক্রিকেটারকে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং স্বর্ণপদক প্রদানের মধ্য দিয়ে এস জে এফ আই- এর সম্মানীয় সদস্য পদও প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে এস জে এফ আই এর সভাপতি বিনোদ, সম্পাদক মি. কেনি, প্রাক্তন সভাপতি সাবা নায়েকেন, জি বিশ্বনাথ, এক্সিকিউটিভ মেম্বার সুপ্রভাত দেবনাথ সহ সকল কার্যকরী সদস্য এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। দুজন কিংবদন্তি ক্রিকেটার-ই তাদের সময়ে প্রিন্ট মিডিয়ার গুরুত্বের কথা তুলে ধরে এখনো প্রিন্ট মিডিয়া, বিশেষ করে ক্রীড়া সাংবাদিকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ক্রিকেট আঙ্গিনায় শিখরে পৌঁছানোর পেছনে প্রিন্ট মিডিয়ার বিশেষ অবদান ছিল বলে আজও তাঁরা স্বীকার করেন। দেশের এমন কি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁরা এখনও নিজেদের সঁপে দেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। জীবনে অনেক পুরস্কার পেয়েছেন, কিন্তু আজ ভারতের ক্রীড়া সাংবাদিকদের সর্ববৃহৎ মঞ্চ এস জে এফ আই থেকে পুরস্কৃত হতে পেরে নিজেদের ধন্য বলে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *