Road Collapses:লংতরাইয়ে ছড়ার জলে ভাঙছে রাস্তা, বিপজ্জনক অবস্থায় বাড়ি ঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর : ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার ছামনু ব্লকের অধীন লংতরাইমন্দিরের বাম পাশে ছড়ার ভাঙ্গনে রাস্তাটির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ রাস্তা সহ এলাকার বেশ কিছু মানুষের জায়গা ছড়ার জলে বিলীন হয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে৷ ছড়ার জলে তলিয়ে যাবার অবস্থা হয়েছে৷ এ বছর পাহাড়ি এলাকায় যে হারে বূষ্টি হচ্ছে তাতে রাস্তা সহ ভেঙ্গে গেলে মানুষের যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে৷ ঐ রাস্তা হয়ে তিন চার ভিলেজের লোক যাতায়াত করে৷ বর্তমানে যেভাবে বৃষ্টি হচ্ছে এধরনের বূষ্টি হলে পাশ্ববর্তী বাড়িঘরেও ভাঙ্গন দেখা পারে৷ তাতে আতঙ্কে পড়েছেন ওইসব এলাকার মানুষজন৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ছড়ার ভাঙ্গনরোধে যে সাইড ওয়াল তৈরি করা হয়েছিল তাও ভেঙ্গে চুরমার হয়ে গেছে৷ বিভিন্ন জায়গায় সাইড ওয়াল ভেঙ্গে পরিস্থিতি ভয়ঙ্কর৷ এসব বিষয় খতিয়ে দেখতে প্রশাসনের তরফ থেকে কেউ এগিয়ে আসছেন না বলে অভিযোগ৷ প্রশাসনের উদাসীনতায় ওইসব এলাকার জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ অবিলম্বে ছড়ার ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে সরকার ও প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷ জরুরী ভিত্তিতে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে এলাকায় বসবাসকারী জনগণের ঘরবাড়ি ভেঙে সরাসরি বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা৷ এলাকাবাসীর বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে প্রশাসনকে দ্রুত এগিয়ে আসতে অনুরোধ জানানো হয়েছে৷