ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। তৈরী হয়ে গেলো সেমিফাইনালের লাইন আপ। প্রথম সেমিফাইনালে জয়ৈং কামি খেলবে ইউ বি নগরের বিরুদ্ধে এবং দ্বিতীয় সেমিফাইনালে রাইয়ো কামি খেলবে কাইপেং বুলাই দলের বিরুদ্ধে। ২৯ এবং ৩০ সেপ্টেম্বর হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। কিল্লায় জয়ৈং কামিতে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে। জয়ৈং বাড়ি স্কুল মাঠে হবে ম্যাচটি। ফাইনাল ম্যাচের দিনক্ষণ এখনও ঠিক করতে পারেননি উদ্যোক্তারা। এদিকে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করতে ৪ দলই জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গেছে।
2022-09-27