করিমগঞ্জ (অসম), ২৭ সেপ্টেম্বর (হি.স.) : সমগ্র দেশ জুড়ে ইসলামিক মৌলবাদী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)–র বিরুদ্ধে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সংশ্লিষ্ট রাজ্য পুলিশ জোরদার অ্যাকশনে নেমেছে। এরই রেশ ধরে আজ মঙ্গলবার ভোররাত প্রায় সাড়ে তিনটা নাগাদ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত শহর করিমগঞ্জের উপকণ্ঠে অবস্থিত বিশকূট গ্রামে হানা দিয়ে পিএফআই-এর এক সক্রিয় সদস্যকে আটক করেছে করিমগঞ্জ পুলিশ। ধৃত যুবককে আবু সালেহ আসানুজ্জামান বলে পরিচয় পাওয়া গেছে।
আজ সকালে ধৃত আবু সালেহকে আদালতে সোপর্দ করলে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজএম) তাকে ১৪ দিনের জেল হাজতে পাঠিয়েছেন। পুলিশ রিমান্ডের আবেদন জানালেও আদালতে কেস ডায়েরি জমা না দেওয়ায় পুলিশি হেফাজত মঞ্জুর করেননি সিজেএম।
বিশ্বস্ত এক খবরের ভিত্তিতে লঙ্গাই আউট পোস্টের পুলিশ আজ ভোররাতে আবু সালেহকে আটক করে। আজ সকালে পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া ধৃত পিএফআই সদস্য আবু সালেহ আসানুজ্জামানকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলে জানা গিয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ সুপার সংবাদ মাধ্যমের সামনে এ ব্যাপারে খোলসা করে কিছু বলেননি। অবশস্য ধৃত যুবক দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার প্রমাণ তাঁদের হাতে রয়েছে বলে জানান পুলিশ সুপার। সেই সঙ্গে ধৃত যুবক আবু সালেহ আসানুজ্জামানের সঙ্গে জেলার বেশ কয়েকজন যুবকের সম্পর্ক থাকার সন্দেহও প্রকাশ করেছেন পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া।
এদিকে পুলিশের হাতে ইসলামিক মৌলবাদী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’র এক সক্রিয় সদস্যের আটক হওয়ার খবর চাউর হতেই সীমান্তবর্তী জেলার জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। সচেতন মহল-তো এই মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জোরদার দাবি তুলেছে। সময় থাকতে ইসলামিক মৌলবাদী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’র বিষদাঁত উপড়ে না ফেললে, ভবিষ্যতে দেশকে এর ভয়ংকর খেসারত দিতে হবে। তাই আন্তর্জাতিক সীমান্ত রাজ্য থেকে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়াকে সমূলে উৎখাত করতে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ও রাজ্য পুলিশের মহানির্দেশক ভাস্করজ্যোতি মহন্তের দৃষ্টি আকর্ষণ করছে জেলার সচেতন মহল।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২২ সেপ্টেম্বর পিএফআই-এর সাথে জড়িত থাকার অভিযোগে বজলুল করিম নামের একজনকে করিমগঞ্জ জেলার বদরপুর থেকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া আজ ভোররাত তিনটা থেকে অসমের বিভিন্ন জেলায় এক যোগে অভিযান চালিয়ে ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’র মোট ২৫ জন নেতা-কৰ্মীকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং রাজ্য পুলিশের পৃথক পৃথক দল। এর আগে গত ২২ তারিখ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।