Athletics:স্কুল অ্যাথলেটিক্স শুরু মঙ্গলবার পশ্চিম জেলার দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। অনুষ্ঠিত হয় পশ্চিম জেলা অ্যাথলেটিক্সের আসর। জিরানীয়া মহকুমার রাণীরবাজার প্লে সেন্টার মাঠে। সোমবার। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাণীর বাজারের পুর কমিশনার গৌতম মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শঙ্কর দাস, পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়। স্বাগত ভাষন রাখেন অপু রায়। পশ্চিম জেলার ৩ মহকুমা থেকে ৭০ জন অ্যাথসিট আসরে অংশ নেয়। আসর শেষে ৩০ সদস্যের পশ্চিম জেলার দল গঠন করা হয়। আগামীকাল থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত কমলপুর মহকুমায় হবে রাজ্য স্কুল অ্যাথলেটিক্স আসর। বাছাই করা অ্যাথলিটরা হলো:‌ অনূর্ধ্ব-‌১৪ বালক-‌জয়দীপ রুদ্রপাল, দেবাশিষ রায়, শুভঙ্কর দেব, নিশান রাণা, সঞ্জীৎ দেবনাথ, স্মাইলি দেববর্মা, রহিম মিঁয়া, বিশাল দেববর্মা, (‌বালিকা)গৌরিকা দেববর্মা, অরাজিতা সাহা, মোনাই ঘোষ, অনামিকা সুর, প্রীয়া গৌর,অনূর্ধ্ব-‌১৭(‌বালক)সাহিউল ইসলাম, সৌরজিৎ দেবনাথ ,বীরজিৎ রুদ্রপাল, তন্ময় ভৌমিক, প্রীতম দেব, সৌরভ হুসেন, দ্বীপ দাস, সাহালম মিঁয়া, বীপ্রজিৎ দাস, অরিন্দমন দেবনাথ, (‌বালিকা)অনিতা শীল, অনামিকা দে, সুকাকা বেগম, রিয়া দেবনাথ, স্মিগ্ধা চৌধুরি, অন্তরা ঘোষ, মৌমিতা শীল,অনূর্ধ্ব-‌১৯ (‌বালক)রাহুল পাল, আকাশ বর্মন, রাহুল সাহা, রত্নদ্বীপ ভৌমিক, সঞ্জীৎ দেবনাথ, অনিকেত শীল, সন্দীপ দেবনাথ, আশিষ গৌর, শায়ন দাস, (‌বালিকা) অনামিকা দেবনাথ, রাধা দেবনাথ এবং সাহানাজ আক্তার।‌‌‌‌‌