Cricket:প্রস্তুতি ম্যাচে ব্যাটার্সদের পারফরম্যান্স  দুশ্চিন্তা বাড়ালো রাজ্য দলের কোচের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। দুশ্চিন্তায় ত্রিপুরার দুই কোচ রূমা দাস এবং নারায়ন চন্দ্র দে। দুই কোচের দুশ্চিন্তা বাড়িয়ে দিলেন দলীয় বাটার্সরা। জঘন্য ব্যাটিং করে মরশুম শুরুর প্রাক মুহূর্তে দুই কোচের নাভিশ্বাস তুলে ফেললেন ভূমিকা নায়েক-‌রা। ১ অক্টোবর থেকে পন্ডিচেরীতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি -‌২০ ক্রিকেট। এবছর ত্রিপুরার গ্রুপে রয়েছে শক্তিশালী ঝাড়খন্ড, মুম্বাই এবং বাংলা। এছাড়া রয়েছে নবাগত অরুনাচল প্রদেশ। প্রথম তিন দলের বিরুদ্ধে ত্রিপুরার মেয়েরা যে নাস্তানুবাদ হয়ে মাঠ ছাড়বে তা ভালো করেই বোঝা যাচ্ছে। অন্তন তামিলনাড়ুর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দেখে। প্রতি ম্যাচেই যেনও ব্যাটসম্যানরা ২২ গজে লুটিয়ে পড়ছেন। সোমবার তৃতীয় প্রস্তুতি ম্যাচে ত্রিপুরার মোট স্কোর মাত্র ৩৬ রান। ৪ নম্বরে ব্যাট করতে নেমে অনামিকা দাস যদি কিছুটা প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে ত্রিপুরার স্কোর হয়তোবা ২০ রানের গন্ডি পার হতো না। অনামিকা করেন সর্বোচ্চ ১৬ রান। ওই রান করতে ৩৮ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে। দলের ৫ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেননি। ওই অবস্থায় পন্ডিচেরীতে মুম্বাই, বাংলা এবং ঝাড়খন্ডের বিরুদ্ধে অম্বেষা-‌রা কতটা জ্বলে উঠতে পারবেন তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। তামিলনাড়ু অনূর্ধ্ব ১৯ দলের পক্ষে জেনিথো এবং তৃষা ৩ টি করে উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে তামিলনাড়ু অনূর্ধ্ব ১৯ দল ৩৮ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে শোভা ২০ বল খেলে ১৫ রানে এবং আফরিন ১৮ বল খেলে ২০ রানে অপরাজিত থেকে যান। এবছর       একঝঁাক নতুন মুখ নিয়ে গড়া হয়েছে ত্রিপুরা দল। ফলে অভিজ্ঞতার অভাবে পিছিয়ে রয়েছে মেয়েরা। তারপরও জাতীয় আসরে কেমন খেলবে মেয়েরা তা নিয়ে রয়েছে সন্দেহ। পন্ডিচেরীতে ১ অক্টোবর ঝাড়খন্ড, ২ অক্টোবর অরুনাচল প্রদেশ, ৪ অক্টোবর মুম্বাই এবং ৬ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচ খেলবে ত্রিপুরা বাংলার বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *